বুধবার, ১৩ জুলাই, ২০১১

দুই পণ্ডিত ব্যক্তি(খালিল জিবরান)

প্রাচীন শহর আফকারে বাস করতেন দুই পণ্ডিত।তারা পরষ্পরকে ঘৃণা করতেন,আর একে অপরের জ্ঞানের মর্যাদাহানি করতেন।কেননা,একজন ছিলেন নাস্তিক,অপরজন আস্তিক।একবার জনাকীর্ণ স্থানে নিজ নিজ অনুসারীদের সম্মুখে দুই পণ্ডিত ঈশ্বরের অস্তিত্ব-অনস্তিত্ব নিয়ে তর্ক-বিতর্ক শুরু করলেন।দীর্ঘ বিতর্কের পর তারা প্রস্থান করলেন।সে সন্ধ্যায়,নাস্তিক জ্ঞানী গির্জায় গিয়ে বেদির সামনে নিজেকে সমর্পণ করে পূর্বের কৃতকর্মের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থণা করলেন।একই সন্ধায়,আস্তিক জ্ঞানী তার সমস্ত পবিত্র পুস্তক পুড়ে ছাই করে দিলেন;কেননা ঈশ্বরের প্রতি তাঁর এতোদিনকার বিশ্বাস হারিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন