বুধবার, ১৩ জুলাই, ২০১১

প্রেমের সঙ্গীত (খালিল জিবরান)

একদা এক কবি একটি সুন্দর প্রেমের সঙ্গীত রচনা করেছিলেন।তিনি সঙ্গীতটির বেশকিছু কপি তৈরি করে বন্ধুবান্ধব,পরিচিত পুরুষ ও মহিলা,এমনকি পর্বতে বাস করে এক তরুণী,যার সঙ্গে মাত্র একবার তার দেখা হয়েছিল তাকে পর্যন্ত বিলি করলেন।
দু'একদিনের মধ্যে এক পত্রবাহক সেই তরুণীর কাছ থেকে এক পত্র নিয়ে এল।পত্রে সে লিখেছে,আমাকে তুমি নিশ্চয়তা দাও।তুমি যে আমার জন্য প্রেমের গানটি লিখেছ,তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।এখনই আস এবং আমার মা-বাবাকে দেখ।আমরা বিয়ের আয়োজন করব।
কবি পত্রের উত্তর লিখে জানান,বন্ধু,এটা কবির হৃদয় থেকে উত্‍সারিত একটি প্রেমের সঙ্গীত।এটা সকল পুরুষ ও নারীর জন্য।
তরুণী প্রতিউত্তরে জানাল,স্বার্থপর এবং মিথ্যুক!শুধু তোমার কারণে আজ থেকে মৃত্যুদিন পর্যন্ত আমি সকল কবিকে ঘৃণা করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন