বুধবার, ১৩ জুলাই, ২০১১

সাদাকা(মহাজাতক)

#মমতা জড়িত সেবার নামই সাদাকা।
#আগে সালাম দেয়া,কুশল জিজ্ঞেস করা,হাসিমুখে সুন্দর কথা বলা,অন্যের সাফল্যলাভে শুভকামনা জানানো সাদাকা।
#পরিবারের ভরণপোষণ,মা-বাবার খেদমত,স্ত্রী/স্বামী-সন্তানের সাথে সুন্দর ব্যবহার সাদাকা।
#আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতা,এতিম-মিসকিন,বিধবা ও অসহায়ের লালন পালন করা সাদাকা।
#রোগীর সেবা ও তার জন্যে দোয়া করা,তাকে দেখতে যাওয়া;মুমূর্ষকে রক্তদান করা সাদাকা।
#প্রাকৃতিক বিপর্যয়ে ত্রান কাজ,প্রকাশ্যে বা গোপনে অর্থ দান,তৃষিতকে পানি পান করানো,ক্ষুধার্তকে খাওয়ানো সাদাকা।
#পথহারা মানুষকে পথ দেখানো।অন্ধ-শিশু-প্রবীণকে পথ চলতে ও অন্যান্য কাজে সহযোগিতা করা সাদাকা।
#পথ থেকে পথিকের জন্যে ক্ষতিকর প্রতিটি বস্তু(কাঁটা,ইট-পাথর,কাঁচের টুকরা ইত্যাদি)অপসারণ;পড়ে থাকা জলন্ত কিছুকে নেভানো সাদাকা।
#পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,গাছ লাগানো সাদাকা।
#অধীনস্থদের সাথে মানবিক আচরণ করা সাদাকা।অন্ততপক্ষে নিজেরা যা খাবেন,তাদেরকেও তাই খাওয়ান।
#সমস্যা সমাধানে সত্‍ পরামর্শ দেয়া সাদাকা।ভালো কাজে উত্‍সাহিত করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে সচেষ্ট হওয়া সাদাকা।
#অর্থনৈতিক বা সামাজিক পরিবেশের শিকার মজলুমকে সাহায্যে করা সাদাকা।
#ওজনে কম না দেয়া সাদাকা।
#অর্পিত দায়িত্ব আন্তরিকতা নিয়ে পালন করা সাদাকা।
#উত্‍সাহ-উদ্দীপক ভালো লেখা,গণসচেতনতামূলক চিঠি পত্রিকায় পাঠানো সাদাকা।
#যানবাহনে/অনুষ্ঠানে মহিলা প্রবীণ শিশু বা অসুস্থ কাউকে প্রয়োজনে নিজের আসনে বসতে দেয়া সাদাকা।
#অপ্রয়োজনে জ্বলতে থাকা বাতি ফ্যান এসি চুলা বন্ধ করাসহ যেকোনো অপচয় রোধে সচেষ্ট হওয়া সাদাকা।
#প্রযুক্তি ও কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে অন্যের জীবনে স্বাচ্ছন্দ্য বাড়ানো সাদাকা।
#জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থ বা শ্রম দিয়ে কাউকে অক্ষরজ্ঞান দান করা,জীবনযাপনের বিজ্ঞান শিক্ষা দেয়া,সত্‍সঙ্গে একাত্ম করা সাদাকা।

QUANMTUM FOUNDATION :http://quantummethod.org.bd/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন