বুধবার, ১৩ জুলাই, ২০১১

সেইসব মুখ(খালিল জিবরান)

মুখ আমি দেখেছি হাজারো প্রসন্নতায় ভরা,আবার অপ্রসন্ন মুখও দেখেছি,যেন ছাতাধরা । আমি মুখের আভা ভেদ করে দেখেছি কতোটা নোংরা-বিদ্ঘুটে লুকিয়ে আছে তার নিচে,আবার দীপ্তি দেখেছি কতোটা সৌন্দর্যমন্ডিত হতে পারে ওটা।আমি বুড়োমুখে দেখেছি যাতে বলতে গেলে কিছুই লেখা নেই,আবার মসৃন তরুণ মুখ দেখেছি যাতে প্রায় সবকিছুই অংকিত আছে।মুখ আমি চিনি,কেননা আমার চোখ-বোনা কাঠামোর মধ্য দিয়ে তাকিয়ে তার নিচে লুকিয়ে থাকা বাস্তবতা আমি দেখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন