বুধবার, ১৩ জুলাই, ২০১১

বিপরীত বাসনারা(রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ)

একদিন নারী প্রেম ডেকেছে আমাকে,আমি খুব সাড়াহীন নিঃশব্দে ছিলাম আমি যাইনি।
বন্ধ দরোজায় করাঘাত করেছিলে তুমি প্রেম আমি দোর খুলিনি-আমি যাইনি।
উন্মুল বাসনা বিদ্ধ রক্তাক্ত যৌবন আমাকেও ডেকেছিল অভিসারে আমি যাইনি।
নদীদের রোমন্থনে ভাষা আছে ঢেউয়ের মুকুটে জীবনের প্রতিবিম্ব এ কথাও বলেছিলে একদিন-
তবু আমি যাইনি নদীর কাছে, সাগর আমাকে ডেকেছিলো আমি যাইনি।
সৌন্দর্য আমাকে ডেকেছিল প্রাচুর্য আমাকে ডেকেছিলো আমি যাইনি-
তুমি আমাকে ডাকোনি কখনো আমি শুধু তোমারই কাছে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন