বুধবার, ১৩ জুলাই, ২০১১

প্রশংসা(এস.এম.জাকির হুসাইন)

ঊষার নির্মল আলোয় মুখ ধুয়ে
সবুজ বাতাসের সাথে পরিচ্ছন্ন নিঃশ্বাস নিতে নিতে
অকপটে তোমার প্রশংসা করেছিলাম ,প্রভু।
অনিবার্য সন্ধ্যার ঘনায়মান আঁধারের প্রান্তে ব'সে
এখন কিভাবে তোমার নিন্দা করব.মালিক-
শুধু এ কারণে যে.মুখে একটু ছায়া পরেছে?

দিনের শুরুতে .এবং শেষে
এবং মাঝামাঝি সময়ের প্রতিটি বিন্দুতে
চিন্তায় .চেতনায়
জ্ঞানে এবং অজ্ঞতায়
অনুভূতিতে এবং আড়ষ্টতায়
সমস্ত প্রশংসা কেবল তোমারই জন্য।
শুধু তোমার প্রশংসার জন্যই আমাকে সৃষ্টি করেছিলে তুমি
এই যেন হয় আমার
জীবনের চূড়ান্ত প্রতীতী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন