বুধবার, ১৩ জুলাই, ২০১১

রসালোচনা(জামান দিপু)

১.ডাক্তার সাহেব আমারে আমার জ্বর ফিরায়া দেন আপনে আপনার এন্টিবায়োটিক ফিরায়া নেন।(এন্টিবায়োটিক এর জাতাকলে পিষ্ট এক রোগী)
২.বলত্‍কারও হইলাম আবার টাকাও দিলাম(সদ্য pregnant হওয়া গাভীর আকুতি)
৩.অপরিকল্পিত মোরগ-মুরগীর পরিবার গড়ে বড় বড় খামার।
৪.পেটে পীড়া থাকলে যখন খাবার পাকস্থলীতে পৌছায় তখন পাকস্থলী খাবারকে বলে,"পরে আসতে পারছ না দেখছ না roads & highway এর কাজ চলতাছে।"
৫.বুকটা হুহু করিয়া উঠিল তাহাকে স্পর্শ করিবার পর মনে হইল আমি পাইলাম তাহাকে পাইলাম।(গতকাল ৫০০ টাকার নোটটি হারাইয়া গিয়াছিল তাকে)
৬(1).আমাদের একটাই দাবি লিপস্টিকে কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল মেশানো যাবে না।(প্রেমিক সংগঠন)
(¡¡)স্ত্রী:ওগো হঠাত্‍ তোমার পেটখারাপ হলো কেনোগো?
স্বামী:তোমারেনা কইছি কুদ্দুছের দোকানের লিপস্টিক না দিতে!
৭.সমাজে আমারও একটা weight আছে ৫৮ কেজি।
৮.পেটে খাবার নাই তাতে কি ভাব কোনোদিনও কমবো না।
৯.actuly আমি totaly বাংলা কথা বলতে পারি না।
১০.ইতিহাস সাক্ষি দেয়, আমি ছোটোবেলায় আলিফলায়লা দেখতাম।পাশাপাশি ম্যকগাইবারও।না দেখতে পেলে কান্না করতাম আর আম্মুকে বলতাম"আম্মু আমার ম্যকগাইবার আইনা দাও ই ই ঈ!"
১১.(¡)গোলাপ হইতেও কেরোসিনের গন্ধ অতি উত্তম!(try urself)

(¡¡)গোলাপের গন্ধে মাথা ধরে,কেরোসিনের গন্ধ বাতের ব্যাথা উপশম করে।(মসিউর ভাই বলছে)
১২.বই পড়া ভালো না,এটা জানতে হলে আপনাকে প্রচুর বই পড়তে হবে।
১৩.আর কত দৌড়ামি?এইতো আর একটু দেখবা প্রেম উপচাইয়া পড়বো।(মোরগ-মুরগীর কথোপকথন)
১৪.তুমি নর হইলে আমি তোমার বর!(ছন্দবাদী কবি)
১৫.femelder ফেয়ার অ্যাণ্ড লাভলী বেশীরভাগই পুরুষ ব্যবহার করে।(মুদী দোকানদার)
১৬.যেই এলাকার পানি যত কালো ও দুর্গন্ধময় সেই এলাকার ভূমির মূল্য তত বেশী।(বাংলাদেশের ভূমির মূল মূল্যতত্ত্ব)
১৭.হুম! সার্টিফিকেট এনেছেন?
জ্বি স্যার তবে ফটোকপি।attested করা আছে।
হুম! ভালো এ এ এ ডাঃকদম আলী সরদার(এম.বি.বি.এস)
(এফ.সি.পি.এস) ভালো বেশ ভালো।তো ডাক্তার আপনার পরিচিত?
জ্বি স্যার।
তো ডাক্তার সাহেবের কি কোনো private chamber আছে নাকি?
জ্বি স্যার নীলক্ষেত বইয়ের মার্কেটের ভিতর।
ওইখানে কেন?
স্যার মানে উনি ওইখানে ফ্লাক্সো,সিল ছপ্পরের দোকানদারি করেন।
১৮.আর বইলেন আপা বাচ্চাটা দিন দিন মোটা হইয়া যাইতেছে,কি করমু শুধু খাই খাই করে দুপুরের খাবার সকালেই খাইয়া ফেলে,রাতেরটা দুপুরে আর সকালের খাবার রাতেই খাইয়া শেষ।আপনার বাচ্চার কি হইছে মনে হয় দেশে দূর্ভিক্ষ দেখা দিছে।
কি কমু আপা খাবারতো খেতেই চায় না।এই ধরেন সকালের খাবার সেই দুপুরে,দুপুরেরটা সে--ই রাতে আর রাতের খাবার সকালে।আপনি ই বলেন¡(স্কুলের সামনে বসে থাকা বাচ্চাদের মায়েরা এভাবে সময়কে গুরুত্বপূর্ণ করিয়া তোলেন)
১৯.একই উত্‍স হতে আসা ৫০ কোটি dna যদি একই সময়ে ৫০ কোটি ডিম্বানুতে প্রতিস্থাপন করা যায় তবে কি ঘটবে?(নেন science দিয়া দিলাম এবার বসে বসে fiction করেন আর লেখেন।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন