সোমবার, ১ আগস্ট, ২০১১

তুমি আসবে বলে(গান)(নচিকেতা)

তুমি আসবে বলেই আকাশ মেঘলা,বৃষ্টি এখনো হয়নি।
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।
তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি।
তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।
তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে,
তুমি আসবে বলেই মূখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে।
তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে,
তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবে তোকে।
তুমি আসবে বলেই আমার দ্বীধারা উত্তর খুঁজে পায়নি,
তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি।
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা,
তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কতো না ভণ্ডবাবা।
তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার,
তুমি আসবে বলেই ঈষাণ কোনেতে জমেছে অন্ধকার।
তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীশ্ দিতে দিতে দেয়নি,
তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি।

 সবার কাছে একটাই প্রশ্ন, তুমিটা কে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন