শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

সেই অনন্য গল্পটি(এস.এম.জাকির হুসাইন)

এক দেশে এক যে ছিল সুখ
আর ছিল একটি দেহ।
দেহ চাইল সুখকে অনুভব করতে
আর তাই সে কামনা করল একটি প্লাবন।
ঝরঝর বৃষ্টি ঝরল তাই।
সপ্নে প্লাবিত হয়ে--এবং অতঃপর
শক্ত মাটিতে সেই স্বপ্ন রোপন করার ইচ্ছায়--
দেহ তার প্রতিবিম্বকে দেখল সেই বিপুল প্লাবনে--
এবং তৃষ্ণার্ত হলো নিজস্ব কায়দায়।
দুইকে এক করার জন্য ছিল একটি বৃত্ত--নাম তার মন।
এবং সেই বৃত্তেরও ছিল প্রতিবিম্ব।
ফলে ছিল না কোনো ব্যক্তিসত্তা--
শুধু ছিল দুইয়ের মিলনের মধ্য দিয়ে কোনো এক ব্যক্তিসত্তায়
ধীরে ধীরে পৌছতে থাকার একটি ধারণা।
আর এখানেই লুকিয়ে ছিল একটি পোকা।
প্রতিটি মিলন সৃষ্টি করল আরো কিছু পার্থক্য এবং বৈচিত্র্য।
সুখ--ঐক্যের বৃক্ষের ফল--তীলে তীলে
হারাতে থাকল তার সম্ভাবনা।
কারণ অতিমাত্রায় বেশিসংখ্যাক ফুল মিলে স্বপ্ন দেখেছিল একটিমাত্র ফলের।
তারপর এক যে ছিল দেশ--কিন্তু ছিল না সেই সুখ।
এবং একদা সেই দেশটাই আর রইল না।
একটি গল্প আছে এক যে ছিল দেশের।
এখন একটি গল্প আছে এক যে ছিল সুখের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন