সোমবার, ১ আগস্ট, ২০১১

মৃত্যুর বাজার মূল্য :: The Market Price of Death(এস.এম. জাকির হুসাইন)



মানুষকে দেবার মত
একটাই জিনিস আছে মানুষের কাছে- মৃত্যু।
যদিও মৃত্যুই একমাত্র জিনিস
যা কেউ নিতে চায় না
তবুও একথা গোপন সত্য যে
মৃত্যু ছাড়া মানুষকে দেবার মত
মানুষের কাছে কিছু নেই।
আর এ কারণেই-
বিজয়ী পরাজিতকে দেয় মৃত্যু
এবং পরাজিত দেয় শাহাদাত।
এক জাতি অন্য জাতিকে
এক গোত্র অন্য গোত্রকে
এক দল অন্য দলকে
এক দেশ অন্য দেশকে
এক ধর্ম অন্য ধর্মকে
কি দিচ্ছে- মৃত্যু ছাড়া?
মানুষ মৃত্যুর খেলায় মত্ত
কারণ মৃত্যুর সুরা পান ক’রে
অবিরত নেশাপ্লুত সে।
মানুষের তীব্র আকাঙ্খা
তার জন্য মৃত্যু বয়ে আনে।
মানুষের নিদারুন দারিদ্র
তার জন্য মৃত্যু বয়ে আনে।
মানুষের বড় বড় ভুল
তার জন্য মৃত্যুকে ডেকে আনে।
মানুষের তীব্র ক্রোধ
---কিংবা হিংসা
---কিংবা লোভ
---কিংবা অহংকার
তার কাছে ফিরে আসে মৃত্যু হয়ে।
মানুষ এ বিশাল পৃথিবীর বিস্তির্ণ ভূমিতে
মৃত্যুর আবাদ করছে শুধু।
মৃত্যু ছাড়া তার কিছুই দেবার নেই
পাবারও নেই।
হয় মৃত্যু মানুষকে খোজে
না হয় মানুষই মৃত্যুকে খোজে নেয়।
ভোগ মানুষকে মৃত্যু দেয়।
ভোগের মাধ্যমে প্রথম মৃত্যু হয়
ভোগের ইচ্ছার
এবং তা না হলে
মৃত্যু হয় ভোগের যোগ্যতার।
ভোগের বিনিময়ে মানুষ কুড়ায় ব্যাধি।
ব্যাধির পরিণতি নিশ্চিত মৃত্যু।
মানুষের অমোঘ নিয়তি এই যে
হয় সে মৃত্যু বিক্রি করবে
না হয় মৃত্যু কিনবে।
অন্য কোন ব্যবসা মানুষের পক্ষে
আদৌ সম্ভব নয়।
প্রেমের সঙ্গে আবশ্যিকভাবে মৃত্যু জড়িত
প্রেমের মরা জলে না ডুবলেও
যে প্রেম করে সে মরবেই।
কারণ না মরতে পারলে
প্রেমই হয় না।
মানুষ সুখের মরণ চায়-
যদিও মরণের সুখ সব মরণে নেই।
প্রেমের ব্যর্থতার সাথে মৃত্যু
আবশ্যিকভাবে জড়িত।
আর এ কারণে প্রেমে ব্যর্থ হয়ে
আত্মহত্যা করে কেউ কেউ।
নইলে অবশ্য প্রেমই তাকে হত্যা করত।
প্রেমের অযোগ্যতার ফলও মৃত্যু...
যে প্রেম করতে জানেনা
কেবল সে-ই প্রেমানুভুতির বিকৃতি দ্বারা তাড়িত হয়ে
ধর্ষণ করে-
এবং এভাবে মৃত্যু হয় সতিত্বের
এবং সততার
এবং পরিত্রতার
কিংবা ধর্ষণের পরও ধর্ষপ্রেমিক হত্যা করে ধর্ষিতাকে।
মৃত্যু হয়-
প্রেমিকের নয়-
প্রেমিকার নয়-
প্রেমের।
মৃত্যুর কবল থেকে রেহায় নেই।
কারণ মৃত্যুর কোনো বিকল্প নেই।
মানুষের ভাগ্য এমনই যে
মৃত্যুকে এড়াবার বাসনা তার সভাবজাত।
অথচ প্রকৃত মানুষ হয়ে উঠার জন্য তার যা প্রয়োজন
তা রয়েছে
মৃত্যুরই মধ্যে।
অথচ ভুল হাতে মৃত্যু দিলে
সঠিক বিনিময় পাওয়া যায় না।
সঠিক উপায়ে মৃত্যু দিতে না পারলে ব্যর্থ হয় জীবন।
কাক- ডাকা ভোরে
চুপিসারে এ কাকই
বাসি হবার আগে
দিবসের প্রথম মৃত্যুকে
কুড়িয়ে নিতে না পারলে
এই জীবনে
সফলতার মালা গাঁথা সম্ভব নয়।
******************************
-অসুস্থতার আনন্দ-
The Pleasure of Illness
***** বাই এস.এম. জাকির হুসাইন।
(compose by kamal hossain)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন