সোমবার, ৮ আগস্ট, ২০১১

প্রার্থনা(সংগৃহীত)

(প্রভাতিক)
হে আল্লাহ্!
বুদ্ধি দাও,শান্তি দাও,অনুভূতি দাও,কল্পনা দাও।
সৃষ্টিপথের মর্মকোষের মধুপানের ক্ষমতা দাও।
জীবনকে আনন্দিত করো,সার্থক করো,উজ্জল করো।
উদ্যেগী করো,প্রাণবান করো, নিষ্ঠাবান করো।
অন্তরে নিয়ত শিখার মত জ্বলো--
বিবেক রূপে,বিচারবুদ্ধি রূপে।
আমার প্রার্থনা খাঁটি করো,খাঁটি করো,খাঁটি করো!
(সান্ধ্য)
হে আল্লাহ্!
জীবনকে পবিত্র করো,শান্ত করো,স্নিগ্ধ করো।
অবসাদ দূর করো,অবসাদ দূর করো,অবসাদ দূর করো।
ইতর লোভের নাগপাশ থেকে মুক্তি দাও।
পদ্দের মতো পঙ্কিলতার উর্দ্ধে ওঠার শক্তি দাও।
আনন্দ গ্রহণের ক্ষমতা দাও,আনন্দ দানের ক্ষমতা দাও।
ফুলের মত ফুটে ওঠার ক্ষমতা দাও।
আমার প্রার্থনা খাঁটি করো, খাঁটি করো,খাঁটি করো ।।

1 টি মন্তব্য: