বুধবার, ১৩ জুলাই, ২০১১
দেহ এবং আত্মা(খালিল জিবরান)
বসন্তকালে একজন পুরুষ এবং একজন স্ত্রীলোক খোলা জানালার পাশে বসেছিল।তারা খুব কাছাকাছি বসেছিল।স্ত্রীলোকটি বলল,তোমাকে ভালবাসি।তুমি সুন্দর,ধনী এবং সর্বদা ভালো পোশাকে থাকো। পুরুষটি বলল,তোমাকে ভালবাসি।তুমি সুন্দর কল্পনা।এতটা দূরে,হাত দিয়ে স্পর্শ করা যায় না এবং আমার স্বপ্নের গান। কিন্তু স্ত্রীলোকটি রাগান্বিত হলো এবং বলল,জনাব,আমাকে এখন যেতে দাও।আমি কল্পনা নই এবং আমি তোমার স্বপ্নের কিছু নই।আমি একজন স্ত্রীলোক।আমি চাই তুমি আমাকে একজন স্ত্রী,অনাগত শিশুর জননীরূপে কামনা কর। তারা বিচ্ছিন্ন হল। পুরুষটি মনে মনে বলল,দেখ,আরেকটি স্বপ্ন এখনই কুয়াশা হয়ে গেল। এবং স্ত্রীলোকটি বলছিল,যাক্,যে পুরুষ আমাকে কুয়াশা আর স্বপ্নে রূপান্তর করে,তার সঙ্গে কি?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন