মুমূর্ষ মাছির পিছে একলাখ পিপঁড়ের ঝাঁক
গিঁটেল সুতোর মতো আঁকা-বাঁকা দীর্ঘকায় সারি
বড় আগ্রহ দেখাতে পারে ওরা
যখন শিকার পায় সামনে
এবং নিজেরাও থাকে দলবদ্ধ ঐক্যের শিকলে!
অতি নিকট থেকে দেখলাম
একটা ডানায় ডিগবাজি খেতে খেতে খেতে
শিকারীর পদানত হচ্ছিল বারবার
হতভাগ্য সেই মাছিটা
তার পিঠের ওপর একঝাঁক,ডগায়,প্রায়-পঙ্গু ঠ্যাঙে
এবং মগজে তিনশো ক'রে শিকারী
শিথিল চোখের মধ্যেও ঢুকে পড়ে মারাঠী দস্যুর মতো
একটু পরেই ও হারাবে ওর বাকি গতিটুকু
তারপর দশটি শিকলে-বাঁধা হয়ে কাঠের গুড়ির মতো
গড়াতে গড়াতে যাবে পাশের ঝোপটার দিকে
যেটুকু এখনও হয়নি শেষ
সেটুকু গর্তে নিয়ে চোলাই ক'রে খাবে
পিঁপড়ের সেই র্দুবৃত্ত শিকারীর দল-
দূর থেকে ওদের পিছনে পিছনে ছুটব
ভালো ক'রে খুঁজে দেখবো গর্তটা কোথায়!!
গিঁটেল সুতোর মতো আঁকা-বাঁকা দীর্ঘকায় সারি
বড় আগ্রহ দেখাতে পারে ওরা
যখন শিকার পায় সামনে
এবং নিজেরাও থাকে দলবদ্ধ ঐক্যের শিকলে!
অতি নিকট থেকে দেখলাম
একটা ডানায় ডিগবাজি খেতে খেতে খেতে
শিকারীর পদানত হচ্ছিল বারবার
হতভাগ্য সেই মাছিটা
তার পিঠের ওপর একঝাঁক,ডগায়,প্রায়-পঙ্গু ঠ্যাঙে
এবং মগজে তিনশো ক'রে শিকারী
শিথিল চোখের মধ্যেও ঢুকে পড়ে মারাঠী দস্যুর মতো
একটু পরেই ও হারাবে ওর বাকি গতিটুকু
তারপর দশটি শিকলে-বাঁধা হয়ে কাঠের গুড়ির মতো
গড়াতে গড়াতে যাবে পাশের ঝোপটার দিকে
যেটুকু এখনও হয়নি শেষ
সেটুকু গর্তে নিয়ে চোলাই ক'রে খাবে
পিঁপড়ের সেই র্দুবৃত্ত শিকারীর দল-
দূর থেকে ওদের পিছনে পিছনে ছুটব
ভালো ক'রে খুঁজে দেখবো গর্তটা কোথায়!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন