খোঁপাটাকে এগিয়ে দাও এই নাও
কী দেব যে?
ইচ্ছে করে দাঁড়িয়ে থাকি আঙুল গুঁজে।
আবার ভাবি--তাও কি হয়?
খোঁপার জন্য আঙুল তো নয়,
ফুল,
তবু কেন হঠাত্ তুমি এলিয়ে দিয়ে চুল
খোঁপাটাকে দিলে খুলে?
এই দেখ এক ফুল রয়েছে আমার এ আঙুলে
তোমার খোঁপায় পরিয়ে দিতাম যেই,
বুঝিয়ে দিতাম খোঁপার মত ফুলদানি আর নেই।
"কল্পকণা"(রোহেল পাবলিকেশন্স,৩৮/২ ক,বাংলাবাজার,ঢাকা)
কী দেব যে?
ইচ্ছে করে দাঁড়িয়ে থাকি আঙুল গুঁজে।
আবার ভাবি--তাও কি হয়?
খোঁপার জন্য আঙুল তো নয়,
ফুল,
তবু কেন হঠাত্ তুমি এলিয়ে দিয়ে চুল
খোঁপাটাকে দিলে খুলে?
এই দেখ এক ফুল রয়েছে আমার এ আঙুলে
তোমার খোঁপায় পরিয়ে দিতাম যেই,
বুঝিয়ে দিতাম খোঁপার মত ফুলদানি আর নেই।
"কল্পকণা"(রোহেল পাবলিকেশন্স,৩৮/২ ক,বাংলাবাজার,ঢাকা)