পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৩ জুলাই, ২০১১

প্রকৃত ধনীর চিন্তা পদ্ধতি(এস.এম.জাকির হুসাইন)

ক্ষুধার্ত মুখ দেখলে আমার ভালো লাগে। কারণ আমি একটা ক্ষুধার্তকে ভালোবাসার সুযোগ পাবো। নিঃস্ব মানুষ দেখলে আমি পুলকিত হই। কারণ আমার চোখের সামনে একজনের জীবন বদলে যাবে। অপরের পেটের ক্ষুধা আমার দয়ার চেয়ে বড় নয়। জগতের যাবতীয় নিঃস্ব যেন আমার উত্তরাধিকারী হতে পারে -- হে প্রভু!আমাকে এমন সম্পদশালী ক'রে দাও। ভরা হাতে মানবজাতির সামনে দাঁড়িয়ে আমি যেন খালি হাতে ফিরে যেতে পারি ওজনহীন নিঃস্বের মতো। আমাকে তুমি এ কথা প্রমাণ করার যোগ্যতা দাএ যে-- প্রেমের সাথে পাল্রা দিয়ে দারিদ্র্য কখনও জয়ী হতে পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন