পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৩ জুলাই, ২০১১

সেবা(এস.এম.জাকির হুসাইন)

পৃথিবীটা বিপন্ন আজ:
সুপুষ্ট নখর এবং থাবা-
বেড়ে উঠেছে কৌশলের সাথে।
এখন হাসির সাথে দেখা যায় অত্যধিক দাঁত
এবং বাণীর সাথে লেগে থাকে ভীষণ আঠালো এক জিভ।
আগ্রহী চোখের সাথে রয়ে গেছে তীর -
এবং পৃথিবীর কিছু চিণ্হিত বাগান
মনোরম লক্ষ্যবস্তু বটে!
আর তাই পৃথিবীটা-যদিও নিরব-
অত্যুজ্জ্বল দিবালোকেও আমাকে কাঁদায়।
তার বুকের ওপর অসমবন্টিত ক্ষত দেখে
বুঝতে পারি আমি কত ভয়ংকর হয়েছি শৈশব থেকে।
হে প্রভু!আমার কবল থেকে আজ পৃথিবীটাকে বাঁচাও:
আমি ছাড়া তার অনিষ্ট করার জন্য কে বা আছে আর?

1 টি মন্তব্য: