১.(বহ্ণি)"স্বপ্নে জলসায়,বহ্ণি ঝলসায়"। ২.(স্বপ্নফসল)"স্বপ্নে তুমি আমি মেতে উঠি,পৃথিবীকে ফসলে ভরে দেবো বলে।কখনো জীবন্ত ফসলের আশায়।কখনো ফসলহীন চিন্তা মাথায় রেখেই করি চাষাবাদ।শেষতক থাকে শুধুই দীর্ঘশ্বাস।" ৩.(পরিবর্তিত জলবায়ু )"চৈত্রের এই ঘনকুয়াশায়,তুমি-আমি দিন কাটাই ,একই কম্বলের তলায় শুধু একটু উষ্ণতার আশায়।" ৪.(গোঁলাপ)"প্রতিদিন দেখি দুইটি গোঁলাপ।একটি তাহার স্থির,আরেকটি করে ছুটোছুটি আর আমাকেই করে অস্থির"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন